শিরোনাম :
আবাসিক হোটেল থেকে ১২ তরুণ-তরুণী আটক
- তারিখ : ১২:৪৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / 1230
অনলাইন ডেস্ক :
সিলেট মহানগরের দক্ষিণ সুরমায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১২ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে পাঁচজন তরুণী ও সাতজন তরুণ। শনিবার দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে সহকারী পুলিশ কমিশনার মো. ইসমাইলের নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে কদমতলি এলাকার হোটেল তিতাস থেকে ১২ তরুণ-তরুণীকে আটক করে। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।