ঈদ পরবর্তী কঠোর লকডাউনে ফাঁকা মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা

মোস্তাকিমুল নাফিস :

ঈদের পর বিধিনিষেধ শুরুর প্রথমদিন শুক্রবার (২৩ জুলাই) ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অনেকটা ফাঁকা দেখা গেছে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, এসিল্যান্ড তাসলিমুন্নেছা ও সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী’র নেতৃত্বে মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

মহাসড়কের প্রায় প্রতিটি মোড়ে মোড়ে চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট ও শপিংমল।

মহাসড়ক ও সড়কগুলোতে জরুরি পণ্যবাহী পরিবহন ছাড়া তেমন কোনও গাড়ি চলাচল করতে দেখা যায়নি। 

বিধিনিষেধে কুমিল্লা শহরে যানবাহন ও মানুষের চলাচল কম ছিল। সড়কের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

বিধিনিষেধ অমান্য করে যারা সড়কে যানবাহন চালাচ্ছেন তাদের কৈফিয়ত দিতে হচ্ছে। সড়কে বের হওয়া গুরুত্বপূর্ণ না হলে প্রশাসন তাদের আইনের আওতায় আনছেন।

উল্লেখ্য, করোনা সংক্রমণ মোকাবিলায় শুক্রবার ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে এই কঠোর বিধিনিষেধ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!