এক দশক পূর্ণ করলো কুবির বাংলা বিভাগ

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের এক দশক পূর্ণ হলো আজ। ২০১০ সালের ২৯ মার্চ বিভাগটি ৩ জন শিক্ষক এবং ৩৯ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম চালু করে। এই দশ বছরে বিভাগটিতে ১১টি ব্যাচে শিক্ষার্থী ভর্তি হয়েছে। তারমধ্যে ৮টি ব্যাচ তাদের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সু সম্পন্ন করে এবং বর্তমানে ৬টি ব্যাচ অধ্যয়নরত রয়েছে। বর্তমানে বিভাগটিতে ১৪ জন শিক্ষক এবং ৩০০ শতাধিক শিক্ষার্থী রয়েছে। বিভাগটিতে পড়াশোনা সুসম্পন্ন করে প্রধানমন্ত্রী স্বর্ণপদকসহ অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত রয়েছে। বিভাগের ২ জন কৃতিশিক্ষার্থী তাদের নিজ বিভাগেই শিক্ষক হিসেবেও ইতোমধ্যে যোগদান করেছে। বাংলা বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন- “এক দশক পূর্তি উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানাই। ১০ বছর আগে যেভাবে বাংলা বিভাগ শুরু হয়েছিলো এখন এই ১০ বছরে বিভাগ অনেক সমৃদ্ধ হয়েছে। আমরা উত্তরোত্তর চেষ্টা করে যাচ্ছি যুগোপযোগী পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে তারা ব্যাক্তিগত এবং কর্ম জীবনে সাফল্য অর্জন করতে পারে। আমরা আসলে ভালো মানুষ সৃষ্টির জন্যে সবসময় চেষ্টা করে যাচ্ছি।” তিনি আরও বলেন- বিশ্ববিদ্যালয় বন্ধের কারণে আমরা আমাদের এই একদশক পূর্তি প্রোগ্রামটি করতে পারিনি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় খোলা হলে সুবিধাজনক সময়ে এই ১০ বছর পূর্তির প্রোগ্রামটি করার পরিকল্পনা রয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!