এমপি বাহারের সাথে সৌজন্য সাক্ষাত করেন ভারতীয় ল্যান্ডপোর্ট প্রতিনিধি দল

দেলোয়ার হোসেন জাকির :

বাংলাদেশ ও ভারতের স্থলবন্দর উন্নয়নে ভারত-বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের যৌথ সম্মেলনে কুমিল্লায় আগত ভারতীয় ল্যান্ডপোর্ট অথারিটির চেয়ারম্যান ও প্রতিনিধি দলের নেতা শ্রী আদিত্য মিশরা সহ ৬ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় বাংলাদেশ ল্যান্ডপোর্ট অথারিটি চেয়ারম্যান বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান কে এম তারিকুল ইসলাম সহ প্রতিনিধি দলের সদস্যবৃন্দ ও কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাতে কুমিল্লা ক্লাবে ভারতীয় ল্যান্ড পোর্ট অথারিটির প্রতিনিধিদের সম্মানে ডিনার অনুষ্ঠানে যোগ দেন এমপি বাহার।

ভারতীয় ল্যান্ড পোর্ট অথারিটির চেয়ারম্যান ও প্রতিনিধি দলের নেতা শ্রী আদিত্য মিশরা সহ ৬ সদস্যের প্রতিনিধি দলের সাথে কুশল বিনিময় করেন এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আালোচনা করেন এমপি বাহার।

এ সময় ভারতের প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভারতীয় ল্যান্ডপোর্ট অথারিটির সেক্রেটারি শ্রী দীপক কুমার গুপ্তা, ডি,ও কমার্স এর ডিরেক্টর শ্রী আলোক মালইয়া গুপ্তা, কোলকাতা রিজিওনাল প্লান্ট কোয়ারেনন্টাইন স্টেশন এর ডেপুটি ডিরেক্টর ডক্টর গনশামা বান্দান।

এ সময় বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাইনেন্স ও এডমিন মেম্বার মোস্তফা কামাল মজুমদার, পরিকল্পনা কমিশনের জয়েন্ট সেক্রেটারি রফিকুল আহাম্দে সিদ্দিকী, পরিকল্পনা কমিশনের এসিস্ট্যোন্ট ডিরেক্টর এডি সাজ্জাদ হোসেন, ডেপুটি সেক্রেটারি ফিরুজ উদ্দিন আহাম্মেদ, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও পুলিশ সুপার ফারুক আহমেদ, দুই দেশের সম্মেলন সমন্বয় করেন, পিএস টু চেয়ারম্যান মোঃ কবির খান।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!