কথা সাহিত্যিক সাদত আল মাহমুদ রচিত “এক আনা মন” এর প্রকাশনা উৎসব

স্টাফ রিপোর্টার

কথা সাহিত্যিক লেখক সাদত আল মাহমুদ রচিত গ্রন্থ “এক আনা মন” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি প্রকাশনা উৎসবের আয়োজন করে।
কুমিল্লা বিশিষ্ট লেখক, কবি সাহিত্যিকরা প্রকাশনা উৎসবে কথা সাহিত্যিক লেখক সাদত আল মাহমুদ রচিত গ্রন্থ “এক আনা মন” নিয়ে আলোচনা করেন।
আলোচকরা বলেন, বইটিতে প্রেম, বিরহ ও গ্রাম বাংলার হারানো ঐতিহ্য নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে, বর্তমানে সাহিত্য চর্চায় যে নিরবতা দেখা দিয়েছে কবি লেখদের আরো এগিয়ে আসার বিষয়ে দৃষ্টিপাত করা হয়। বক্তারা বলেন, গ্রাম বাংলার হারানো ঐতিহ্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরে লেখক-সাহিত্যিকদের নিয়মিত বই প্রকাশনা করতে হবে।
কথা সাহিত্যিক লেখক সাদত আল মাহমুদ বলেন “এক আনা মন” গ্রন্থটিতে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য তুলে ধরা হয়েছে। তিনি বলেন, বইটি পড়ে নতুন প্রজন্ম বাংলাদেশের ইতিহাস জনতে পাবে।
প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন, ছড়াকার বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল। কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাংবাদিক ওমর ফারুকী তাপসের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির।
কথা সাহিত্যিক লেখক সাদত আল মাহমুদের রচিত এক আনা মন এর প্রকাশনা উৎসবে বক্তব্য রাখেন অধ্যাপক কবি রতন ভৌমিক প্রনয়, কবি ফখরুল হুদা হেলাল, সাংবাদিক খাইরুল আহসান মানিক, সাংস্কৃতিক সংগঠক আবুল কাসেম, কবি বিজন দাস, কবি জয়দেব ভট্টাচার্য ভুলু, কবি শাহানা হক, তপন চন্দ্র, পাঠাগার আন্দোলনের সভাপতি ইমাম হোসেন, সাংবাদিক হাবিব আল জালাল, লেখকের জীবনী পাঠ করেন সাংবাদিক সৈয়দ আহম্মেদ লাভলু।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!