দেলোয়ার হোসেন জাকির :
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। শনিবার বেলা ১২ টায় কুমিল্লা সদর হাসপাতালে করোনার টিকা নেন। এ সময় এমপি বাহারের সহধর্মিনি মেহেরুন্নেছা বাহার, সাবেক কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও তার সহধর্মিনি টিকার দ্বিতীয় ডোজ গ্রহন করেন।
পরে টিকার দ্বিতীয় ডোজ নেন কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদি কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আালম রনি।
এ সময় কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলমসহ সদর হাসপাতালের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। টিকা নেওয়ার পর এমপি বাহার সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের সংক্রামন দিন দিন বাড়ছে, এটি নিয়ন্ত্রনের জন্য কুমিল্লাবাসীকে স্বাস্থবিধি মেনে চলতে হবে।
সরকার ও স্থানিয় প্রশাসনের সকল নির্দেশনা মেনে চলতে হবে। এমপি বাহার জানান, বিকেল ৫টার মধ্যে সকল দোকানপাট বন্ধ রাখতে হবে। পরে তিনি হাসপাতালের অন্য সকল কার্যক্রম ঘুরে দেখেন। কুমিল্লা সদর হাসপাতালে একই সাথে দেওয়া হচ্ছে প্রথম ডোজের টিকা।