করোনায় সুস্থ হয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে মানবতার পাশে ছুঁটছেন মোতালেব হোসেন

মাজহারুল ইসলাম বাপ্পি :

করোনা পরিস্থিতিতে কুমিল্লায় মানবতার পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মোতালেব হোসেন। করোনা ভয়াবহ পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে রোদ-বৃষ্টি উপেক্ষা বিরামহীনভাবে করোনায় আক্রান্তদের অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছেন তরুন নেতা মোঃ মোতালেব হোসেন। যেখানেই অক্সিজেন প্রয়োজন, সেখানেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুঁটছেন তরুন এ নেতা।

কুমিল্লা সিটির পদুয়ার বাজার বিশ্বরোড, ঝাউতলা, ২২নং ওয়ার্ডের শ্রীভল্লবপুর, দূর্গাপুর, ২০ নং ওয়ার্ডের কাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় এবং সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজার সহ বিভিন্ন এলাকায় করোনা রোগীদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার। গত প্রায় এক মাসে ১৬ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েন তিনি।

ভবিষ্যতেও মানবতার কল্যাণে মহতি এ রকম কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোতালেব হোসেন।

এ ব্যাপারে অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করা কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মোতালেব হোসেন কুমিল্লা এসডি নিউজ ২৪ কে জানান, চলতি বছরের জুলাই মাসের ২ তারিখ আমার করোনা পজিটিভ আসে। আক্রান্ত হওয়ার পর অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করি এবং ডাক্তারের পরামর্শক্রমে নিজ বাসায় হোম কোয়ারান্টাইনে থাকি।

করোনায় অসুস্থতার খবরে বিবেক’র চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু, মহানগর ছাত্রদল সভাপতি বন্ধু রিয়াজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম রাসেল অক্সিজেন এর মাধ্যমে আমাকে সেবা দিয়ে মনোবল বাড়িয়েছেন। আমি তাদের নিকট কৃতজ্ঞ। করোনা আক্রান্ত হওয়ার খবরে সমাজের অনেকেই আবার বিরূপ মন্তব্যও করেছেন। এমনকি অনেক কাছের লোকও দূরে সরে যায়।

এ বিষয়গুলো একজন চিকিৎসাধীন মানুষের জন্য বেদনাদায়ক। তখন থেকেই করোনায় আক্রান্তদের পাশে থেকে “অক্সিজেন সেবা” সহ সাধ্যানুযায়ী সেবা দেয়ার প্রতিজ্ঞা করলাম। এর পর থেকেই প্রবাসী বন্ধু সোহাগ, সাইফ আহম্মেদ সাইফুল, মহসিন, সাঈদ, মাসুদ রানা, মাসুম, টিটু মজুমদার, রাজিব মামা, বোরহান, করিমসহ বন্ধু মহলের সহযোগিতায় অক্সিজেন সিলিন্ডার সেবা শুরু করি। ভবিষ্যতেও এ সেবা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

এছাড়াও অক্সিজেন সিলিন্ডার পৌছে দেয়ার কাজে সহযোগিতা করছেন আব্দুল হান্নান,নাজমুল,রবিন সহ তরুনরা। এছাড়াও মোতালেব হোসেন গত বছর করোনার শুরু থেকে বিভিন্ন সময় সমাজের অসহায় মানুষের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

উল্লেখ্য, মোতালেব হোসেন বিভিন্ন সময়ে নিজ উদ্যোগে মানুষের পাশে থেকে শিক্ষার্থীদের বই-খাতা সহ শিক্ষা উপকরণ, পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন অভিযান এবং বন্ধু ফাউন্ডেশন ২০২০ কুমিল্লা’র উদ্যোগে প্রতিবন্ধিদের হুইল চেয়ার বিতরণেও অতুলনীয় ভূমিকা রেখেছেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!