কলকাতাকে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক,সদর দক্ষিণ

কলকাতা ক্রিকেট একাডেমিকে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। ভিক্টোরিয়ান্স সিরিজ ২০২২ এ একটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে তে কলকাতা ক্রিকেট একাডেমিকে হোয়াইটওয়াশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) মাঠে মাঠে সব ক’টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
সোমবার সিরিজ শেষে চ্যাম্পিয়ান দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির নিকট পুরুষ্কার তুলে দেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর চেয়ারপারসন নাফিসা কামাল।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক মৃনাল কান্তি ভট্টাচার্য, ম্যাজিক প্যারাডাইজ এডমিন মুদাব্বির হোসেন নাসির, জেলা যুবলীগ নেতা কামরুল হাসান শাহীন, অর্থমন্ত্রীর পিও মোঃ মিজানুর রহমান, টুর্নামেন্ট সমন্বয়কারী আতিকুর রহমান,কলকাতা ক্রিকেট একাডেমি সেক্রেটারি আবদুল মাসুদ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ টুর্ণামেন্টের আয়োজন করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট একাডেমি। সোমবার খেলায় প্রথমে ব্যাট করে কুমিল্লা ভিক্টোরিয়ান ২০ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ৯৯ রান করে। পরে কলকাতা একাডেমি ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৯ রান করে।
খেলায় সেরা বোলার ভিক্টোরিয়ান্স এর হাসান শাহরিয়ার তানিম, ব্যাটসম্যান- মৃত্তিক নাথ জিত, ম্যান অব দা সিরিজ মৃত্তিক নাথ জিত, ম্যান অব দা ম্যাচ মোঃ সাকিব মিয়াজি, সেরা ফিল্ডার হয়েছেন কলকাতার সৃজিত ভট্টাচার্য।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!