কিশোরীকে পরিবারে পৌঁছে দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওসি দেবাশীষ চৌধুরী

মাজহারুল ইসলাম বাপ্পি :

বাড়ি থেকে মা ও ভাই-বোনের সাথে অভিমান করে চলে আসা আমেনা আক্তার (১৩) নামের এক কিশোরীকে তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার মানবিক অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী।

কিশোরী আমেনা আক্তার লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার দলটা গ্রামের শামসুল হকের মেয়ে।

ওসি দেবাশীষ চৌধুরী জানান, করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে সোমবার বিকালে আমেনা আক্তার কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় উদ্দেশ্যহীন ঘুরাঘুরি করতে দেখে তাকে উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানায় নিয়ে আসা হয়।

তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার (১৩ জুলাই) খোঁজ খবর নিয়ে উদ্ধারকৃত কিশোরীর গ্রামের বাড়ির ঠিকানা বের করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় কিশোরী আমেনা আক্তারের মা ও ভাই এর কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধারকৃত কিশোরীকে পরিবারের কাছে পৌঁছে দেয়ার ওসি দেবাশীষ চৌধুরী’র নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আমেনার পরিবার।

সর্বোপরি মানবিকতার এক বাস্তব দৃষ্টান্ত স্থাপন করলেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ।

 

**এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি**

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!