কুবির বঙ্গবন্ধু হল ছাত্রলীগ নেতা-কর্মীদের বৃক্ষরোপণ

স্বকৃত গালিব,কুবি প্রতিনিধি:
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে ‘মুজিববর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বুধবার (২২ জুলাই) দিনব্যাপী নিজ নিজ এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা প্রায় ১ হাজারটি ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ বলেন, করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে আগামীর বাংলাদেশকে সবুজ-শ্যামলের যথার্থতা ফিরিয়ে আনতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মুজিববর্ষের তিন মাস ব্যাপী এই আয়োজনে প্রত্যেক আবাদী জমি সবুজে সবুজে ভরে উঠবে। এটাই আমাদের প্রত্যাশা।আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের কোন বিকল্প নাই।আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে যেখানে আছি যদি ফলজ,বনজ ও ঔষধি এ তিন ধরনের বৃক্ষ রোপন করি এনং সারাদেশে সবুজ বেষ্টনী গড়ে তুলি তবেই আমরা আগামী প্রজন্মকে দূষণমুক্ত দেশ উপহার দেয়ার সুযোগ করে দিতে পারব।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!