কুবি শিক্ষক সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি -২০২১ কার্যনির্বাহী কমিটির এর উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। টুর্নামেন্টে শিক্ষকদের ১০টি টিম অংশ নিবে।

উদ্বোধনী বক্তব্যে ট্রেজারার বলেন, এটি নিঃসন্দেহে শিক্ষকদের জন্য একটি আনন্দঘন মুহুর্ত। যেখানে শিক্ষদের এই মেলবন্ধন দেখে দূর থেকে অনুপ্রাণিত হবে শিক্ষার্থীরা।

তিনি শিক্ষক-ছাত্রদের মধ্যকার সম্পর্কের উপর গুরুত্বারোপ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়কে অন্যান্য উচ্চতায় নিয়ে যেতে যেন চেষ্টা চালিয়ে যায়।

এসময় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মো. আইনুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!