কুবি শিক্ষার্থীদের মেস মালিকদের তথ্য সংগ্রহ ফর্ম পূরণের আহ্বান

স্বকৃত গালিব,কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেস ভাড়া সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন মেস মালিকদের তথ্য সংগ্রহ শুরু করেছে। সে লক্ষ্যে শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় গুগল ফর্ম তৈরী করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

এ ফর্মের মাধ্যমে মেস মালিকদের তথ্য সংগ্রহ করে সে তথ্যসমূহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সরবারহ করবে সাংবাদিক সমিতি। শিক্ষার্থীদের আজ রাত বারোটার মধ্যে ফর্ম পূরণের সময় সিমা বেঁধে দিয়েছে।
:::: গুগল ফর্ম :::
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdUBlKuWMDzmojqPITmHqh9FxVayBVojc0IbVaSu9e1HkRmhg/viewform

উল্লেখ যে, একটি মেসের জন্য যে কোন একজন শিক্ষার্থী ফর্মটি পূরন করলেই হবে। একই মেসের তথ্য একাধিক শিক্ষার্থী পূরণ করলে একই তথ্য বারবার অাসবে এজন্য সবার পক্ষ হতে একজনকে ফর্মটি পূরণ করার অনুরোধ করা হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!