কুবি শিক্ষার্থীদের ৪০ শতাংশ মেসভাড়া মওকুফ

স্বকৃত গালিব,কুবি প্রতিনিধি :

শিক্ষার্থীদের ৪০ শতাংশ মেসভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। আজ শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় ক্যাম্পাস ও কোটবাড়ি এলাকার মেস ও বাসার মালিকদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মেসভাড়া মওকুফ সংক্রান্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন।

কমিটি সূত্রে জানা যায়, এপ্রিল মাস থেকে করোনাকালীন সময় পর্যন্ত শুধুমাত্র ক্যাম্পাস এবং কোটবাড়ি এলাকার মেসগুলোতে ৪০ শতাংশ ভাড়া মওকুফ করতে সম্মত হয়েছেন মেস ও বাসার মালিকরা। তবে শহরের মেস বা বাসা সম্পর্কে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। যেসব শিক্ষার্থীরা পূর্ণ ভাড়া দিয়েছেন তারা আগামী মাসগুলোর সাথে সমন্বয় করতে বলা হয়েছে। গ্যাস বিল, পানির বিলও মওকুফের আওতাভুক্ত থাকবে।

এ ব্যাপারে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, আমরা ৫০ শতাংশ মওকুফের প্রস্তাব দিয়েছিলাম। মালিকরা ৪০ শতাংশে সম্মত হয়েছে। শহরের মেস বা বাসার মালিকদের সাথেও আমরা দ্রুত বসে ব্যাবস্থা নিব।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!