১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাদির ওপর হামলার ঘটনায় নির্বাচনে প্রভাব নিয়ে যা বললেন ইসি মাছউদ কুমিল্লা সদর দক্ষিণ ইউএনও’র প্রশংসনীয় উদ্যোগ অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই কুমিল্লা সদর দক্ষিণে সিএনজি উল্টে শিক্ষক নিহত কুমিল্লা সদর দক্ষিণে আশ্রয়ন প্রকল্পে মাদক বিরোধী যৌথ অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লায় চমক দেখালেন মনিরুল হক চৌধুরী কুমিল্লা নামে বিভাগ চেয়ে এবার কাতার প্রবাসীদের স্মারকলিপি প্রদান ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হয়রানির অভিযোগ অভিনেতার পৌর মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’, বাতিল হলো ১২৮ জনের গেজেট নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসার আশঙ্কা প্রধান উপদেষ্টার

কুমিল্লার গোমতী নদীতে মিলছে ইলিশ মাছ !

  • তারিখ : ০৪:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • / 1364

স্টাফ রিপোর্টার।।

খুব সকালে নয়তো গোধুলি বেলায় কুমিল্লার গোমতী নদীতে মাছ শিকার করে জেলেরা। তাদের জালে ধরা পড়ে বাগদা, চিংড়ি, বোয়াল, কালি বাউশ, বাইমসহ আরো নানান প্রজাতির মাছ। সম্প্রতি গোমতী নদীতে জেলেদের জালে দুএকটা করে ধরা পড়ছে রূপালী ইলিশ। ধরা পড়া ইলিশগুলো নদীর পাড় থেকেই কিনে নেন ক্রেতারা।

জোয়ার ভাটাহীন গোমতী নদীটি কুমিল্লার দুঃখ নামে পরিচিত। গোমতী নদী ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর-পূর্ব পার্বত্য অঞ্চলের ডুমুর নামক স্থানে উৎপন্ন হয়ে ১৫০ কিঃমি অতিক্রম করে কুমিল্লা সদর উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারপর গোলাবাড়ী, টিক্কারচর, কাপ্তান বাজার হয়ে জেলার বুড়িচং ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার কোম্পানীগঞ্জ দাউদকান্দি হয়ে মেঘনার সাথে মিলিত হয়েছে।

শনিবার বিকেলে গোমতীর আলেখারচর অংশে জেলেদের জালে চিংড়ি, কালি বাউশের সাথে কয়েকটি ইলিশ মাছ ধরা পড়ে।
জেলে আবদুর রহিম জানান, মাঝে মইধ্যে দুই একডা ইলিশা মাছ পাই। ইলিশ ছোডু আবার বড়ও ধরা পড়ে। কয়দিন আগে এক কেজি ওজনের একটা পাইছি। আশটে‘শ টেহা বেচ্চি।

এদিকে গোমতী নদীতে ইলিশ মাছ পাওয়া নিয়ে বিস্মিত নয় নদীর পাড়ের মানুষজন। নদীটির আদর্শ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকার বাসিন্দা আবদুল জলিল বলেন, মইধ্যে মইধ্যে এক দুইডা ইলিশ পাওন যায়। জাউল্লারা জাল দিয়া বেড় দেয়। একটা দুইডা ইলিশ উডে। এডি আবার মাইনষে কিন্না লইয়া যায়।

শেয়ার করুন

কুমিল্লার গোমতী নদীতে মিলছে ইলিশ মাছ !

তারিখ : ০৪:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১

স্টাফ রিপোর্টার।।

খুব সকালে নয়তো গোধুলি বেলায় কুমিল্লার গোমতী নদীতে মাছ শিকার করে জেলেরা। তাদের জালে ধরা পড়ে বাগদা, চিংড়ি, বোয়াল, কালি বাউশ, বাইমসহ আরো নানান প্রজাতির মাছ। সম্প্রতি গোমতী নদীতে জেলেদের জালে দুএকটা করে ধরা পড়ছে রূপালী ইলিশ। ধরা পড়া ইলিশগুলো নদীর পাড় থেকেই কিনে নেন ক্রেতারা।

জোয়ার ভাটাহীন গোমতী নদীটি কুমিল্লার দুঃখ নামে পরিচিত। গোমতী নদী ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর-পূর্ব পার্বত্য অঞ্চলের ডুমুর নামক স্থানে উৎপন্ন হয়ে ১৫০ কিঃমি অতিক্রম করে কুমিল্লা সদর উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারপর গোলাবাড়ী, টিক্কারচর, কাপ্তান বাজার হয়ে জেলার বুড়িচং ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার কোম্পানীগঞ্জ দাউদকান্দি হয়ে মেঘনার সাথে মিলিত হয়েছে।

শনিবার বিকেলে গোমতীর আলেখারচর অংশে জেলেদের জালে চিংড়ি, কালি বাউশের সাথে কয়েকটি ইলিশ মাছ ধরা পড়ে।
জেলে আবদুর রহিম জানান, মাঝে মইধ্যে দুই একডা ইলিশা মাছ পাই। ইলিশ ছোডু আবার বড়ও ধরা পড়ে। কয়দিন আগে এক কেজি ওজনের একটা পাইছি। আশটে‘শ টেহা বেচ্চি।

এদিকে গোমতী নদীতে ইলিশ মাছ পাওয়া নিয়ে বিস্মিত নয় নদীর পাড়ের মানুষজন। নদীটির আদর্শ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকার বাসিন্দা আবদুল জলিল বলেন, মইধ্যে মইধ্যে এক দুইডা ইলিশ পাওন যায়। জাউল্লারা জাল দিয়া বেড় দেয়। একটা দুইডা ইলিশ উডে। এডি আবার মাইনষে কিন্না লইয়া যায়।