কুমিল্লার গোমতী নদীতে মিলছে ইলিশ মাছ !

স্টাফ রিপোর্টার।।

খুব সকালে নয়তো গোধুলি বেলায় কুমিল্লার গোমতী নদীতে মাছ শিকার করে জেলেরা। তাদের জালে ধরা পড়ে বাগদা, চিংড়ি, বোয়াল, কালি বাউশ, বাইমসহ আরো নানান প্রজাতির মাছ। সম্প্রতি গোমতী নদীতে জেলেদের জালে দুএকটা করে ধরা পড়ছে রূপালী ইলিশ। ধরা পড়া ইলিশগুলো নদীর পাড় থেকেই কিনে নেন ক্রেতারা।

জোয়ার ভাটাহীন গোমতী নদীটি কুমিল্লার দুঃখ নামে পরিচিত। গোমতী নদী ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর-পূর্ব পার্বত্য অঞ্চলের ডুমুর নামক স্থানে উৎপন্ন হয়ে ১৫০ কিঃমি অতিক্রম করে কুমিল্লা সদর উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারপর গোলাবাড়ী, টিক্কারচর, কাপ্তান বাজার হয়ে জেলার বুড়িচং ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার কোম্পানীগঞ্জ দাউদকান্দি হয়ে মেঘনার সাথে মিলিত হয়েছে।

শনিবার বিকেলে গোমতীর আলেখারচর অংশে জেলেদের জালে চিংড়ি, কালি বাউশের সাথে কয়েকটি ইলিশ মাছ ধরা পড়ে।
জেলে আবদুর রহিম জানান, মাঝে মইধ্যে দুই একডা ইলিশা মাছ পাই। ইলিশ ছোডু আবার বড়ও ধরা পড়ে। কয়দিন আগে এক কেজি ওজনের একটা পাইছি। আশটে‘শ টেহা বেচ্চি।

এদিকে গোমতী নদীতে ইলিশ মাছ পাওয়া নিয়ে বিস্মিত নয় নদীর পাড়ের মানুষজন। নদীটির আদর্শ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকার বাসিন্দা আবদুল জলিল বলেন, মইধ্যে মইধ্যে এক দুইডা ইলিশ পাওন যায়। জাউল্লারা জাল দিয়া বেড় দেয়। একটা দুইডা ইলিশ উডে। এডি আবার মাইনষে কিন্না লইয়া যায়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!