কুমিল্লার চৌদ্দগ্রামে সর্দি-জ্বরে যুবকের মৃত্যু, তিনটি বাড়ি লকডাউন

কুমিল্লার চৌদ্দগ্রামে সর্দি-জ্বর নিয়ে মহিনউদ্দীন। (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের মৃত সালেহ আহম্মদের ছেলে। বুধবার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাে. হাসিবুর রহমানসহ পুলিশের একটি টিম মৃতের বাড়িতে পৌছে। এসময় উপজেলা প্রশাসন ৩টি বাড়ি লকডাউন ঘােষণা করে পরীক্ষার জন্য মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে।

সূত্র জানায়, গত পাঁচ দিন যাবৎ তিনি সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত ছিলেন। সর্দি-জ্বর নিয়ে তাকে গ্রামের মসজিদে নামাজ আদায়সহ দোকান পাটে ঘুরাফেরা করতে দেখা গেছে। সর্দি-জ্বর ও কাশির উপসর্গ লােকজনের কাছে গােপন রেখে তিনি স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা নেয়ার চেষ্টা করেন। মঙ্গলবার রাত থেকে তার লুজ মােশন শুরু হয়, বুধবার ভােরে তার মৃত্যু হয়। সকালে স্থানীয় লােকজন বিষয়টি আইইসিডিআর এর হট লাইনে কল করে জানায় এবং স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাে. হাসিবুর রহমান জানান, সর্দি-জ্বর নিয়ে মৃত যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, আশেপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপাের্ট পাওয়ার পর প্রয়ােজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!