কুমিল্লার দেবিদ্বারে প্রবাসীদের উদ্যোগে সাড়ে ৬শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

কুমিল্লা উত্তর প্রতিনিধি :

উভ: কুমিল্লার দেবিদ্বারে প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার অসহায় কর্মহীন সাড়ে ৬শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন অসহায় বিপন্ন পরিবার গুলোর মাঝে সিঙ্গাপুর, সাউদি আরব, ওমান, বাহরাইন, কয়েত,কাতার, মালয়েশিয়াসহ ৮টি দেশে কর্মরত ৭১জন প্রবাসীর উদ্যোগে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

শনিবার দুপুরে উপজেলার ভিংলাবাড়ী জামেয়া হাসানিয়া মাদ্রাসা মাঠে বৃত্ত একে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী দেয়া হয়। এ ছাড়া একই এলাকার পৃথক আরো দুটি স্পটে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ভিংলাবাড়ী সমাজ কল্যান পরিষদের সার্বিক তত্তাবধানে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব এমএ কাইয়ুম ভূইয়া, হাজী সায়েদুর রহমান ভূইয়া সবুর, ফিরোজ আহাম্মেদ, শামিম আহাম্মদ ভূইয়া প্রমুখ।

উল্লেখ্য: করোনা ভাইরাস পরিস্থিতির শুরুতে সমাজের বিত্তবানরা অহসায় পরিবার গুলোকে খাদ্য সামগ্রী প্রদান করলেও লকডাউন সিথিল হওয়ার পর তা বন্ধ করে দেয়। এমতাবস্থায় বিপন্ন এসব পরিবার গুলো বিপাকে পড়ে। এমন দুর্দিনে প্রবাসীরা নিজেরা লকডাউনে গৃহবন্দি থাকলেও এলাকার অসহায় মানুষ গুলোকে নিজেদের কষ্টার্জিত রেমিটেন্স থেকে সাড়ে ৬শ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!