মোস্তাকিমুল নাফিস :
কুমিল্লা আদর্শ সদরের কালির বাজার ইউনিয়নের পাকামুড়া ( ফাতরে বাড়ি ) মধ্যম পাড়ায় “আবু বকর সিদ্দিক” এর মালিকানাধীন গরুর খামারে রয়েছে মোটা তাজা বিভিন্ন আকৃতির ৩ টি ষাড় গরু।
দেশীয় খাদ্য ও প্রাকৃতিক, খড়, ঘাস খাওয়ানোর মধ্য দিয়ে গরু গুলো লালন পালন করেছেন তিনি। ফলে গরুগুলো দেখতে যেমনি সুদর্ষণ, তেমনিভাবে পশুগুলো পবিত্র ঈদুল আযহায় কোরবানির জন্য উপযুক্ত করে লালন-পালন করে বড় করা হয়েছে।
কুরবানির দিন যতই ঘনিয়ে আসছে, কুমিল্লার জেলার কালির হাট পাকামুড়া গ্রামের ( ফাতরে বাড়ি ) মধ্যম পাড়ায় অবস্থিত খামারে গরুগুলো দেখতে প্রতিদিনই উৎসুক জনতা ভীড় জমাচ্ছে।
কোরবানীর ঈদ উপলক্ষে চাকুরীজীবি, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের নজর কাড়বে গরুগুলো।
গুরুগুলোর কেনা দাম ও খাবারের দাম সহ সামান্য কিছু লাভ হলেই গরুগুলো বিক্রি করে দিবেন বলে জানিয়েছেন খামারের মালিক।
উপযুক্ত দামে গরু গুলো বিক্রি করতে পারলে তিনি কিছুটা লাভবান হবেন বলে জানান খামার মালিক আবু বকর সিদ্দিক ।
গরু গুলো কিনতে ০১৮৫৯-৫০৫৪২১ নাম্বারে যোগাযোগ করার জন্য প্রকৃত ক্রেতাদের প্রতি অনুরোধ করেছেন তিনি।
সমাজের প্রকৃত ক্রেতারা এগিয়ে এসে গরু গুলো ক্রয় করলে খামার মালিক ভবিষ্যতেও গরু পালনে আরও আগ্রহী হয়ে উঠবেন।