কুমিল্লার বুড়িচংয়ে পুকুর থেকে শিশু ও যুবকের মরদেহ উদ্ধার

মো.জাকির হোসেন :

কুমিল্লার বুড়িচংয়ে পৃথক দুটি ঘটনায় পুকুর থেকে রুবেল মিয়া নামে ৩২ বছরের এক যুবক ও সাহাদ হোসেন নামে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলা ময়নামতি ইউনিয়নের মঈনপুর গ্রামের আবদুল রারেকের পুত্র রুবেল মিয়া (৩২) বুধবার রাত সাড়ে ৯ টায় বাড়ী পাশে একটি পুকুরে নেমে ডুব দিয়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষন ভেসে না উঠায় স্থানীয় লোকজন পুকুরের পানিতে জাল ফেলে খুজাখুজি করে। রাতে তাঁর কোন খোজ না পাওয়ায় বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে স্থানীয়রা আবারো জাল দিয়ে পুকুরে খুজতে থাকে। পরে সকাল ৭ টায় বেড়জালের মধ্যে মরদেহটি উপরে উঠে।

খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ মর্গে প্রেরণ করে। নিহত রুবেল বাবা আবদুল বারেক জানান, নিহত রুবেল দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভূগছিলো। তাছাড়া সে নেশাগ্রস্থ ছিলো, তাঁর দুটি মেয়ে রয়েছে।

বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর সঠিক কারন নির্ণয় করা যাবে।

এদিকে বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলা গ্রামে পুুকরের পানিতে পরে সাহাদ হোসেন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার প্রবাসী মোঃ ইসমাইল হোসেনের ছেলে।

পরিবারের অজান্তে শিশুটি সকালে বাড়ীর পাশে পুকুরে পানিতে পরে যায়। শিশুটির নানী পুকুরে চাল ধুয়ার জন্য গেলে শিশুটিকে ভাসতে দেখে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কাবিলা ইস্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করে।

দেবপুর পুলিশ ফাঁড়ীর উপপরিদর্শক (এস আই) কাজি হাসান উদ্দিন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া শিশুটির মরদেহ হস্থান্তর করা হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!