স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার রেল স্টেশন থেকে ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ রবিন মিয়া (২৫) নামের এক মাদক পাঁচারকারীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর একটি অভিযানিক দল।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোররাতে কুমিল্লার রেল স্টেশন এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয়কালে রবিন মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত রবিন মিয়া হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার অমলপুরদক্ষিণ পাড়া পঞ্চবটি গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে।
এই বিষয়ে আটককৃত মাদক পাঁচারকারী রবিন মিয়ার বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।