কুমিল্লার সুয়াগঞ্জ ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে গ্রীন লাইফ মেডিকেল সেন্টারের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের প্রভাবে সারা দেশের মানুষ যখন হোম কোয়ারেন্টাইনে, এমতাবস্থায় দেশের ডাক্তাররা আক্রান্ত মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। দেশের এ ভয়াভহ পরিস্থিতিতে চিকিৎসা সেবার পাশাপাশি সমাজের দুস্থ,অসহায়,দিনমজুর ও নিন্ম আয়ের মানুষের পাশে থেকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজারস্থ গ্রীন লাইফ মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডাঃ মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া। সোমবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান গ্রীন লাইফ মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডাঃ মোঃ মোজাম্মেল হক ভূঁইয়ার নিজস্ব অর্থায়নে সুয়াগঞ্জ বাজারের আশপাশের এলাকার ৫ শতাধিক অসহায় দিনমজুর ও নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে সরকার ঘোষিত লকডাউনে সারা দেশে যখন দিনমজুর ও নিন্ম আয়ের মানুষ খাদ্য সংকটে, ঠিক তেমনি সময়ে সুয়াগঞ্জ বাজারস্থ গ্রীন লাইফ মেডিকেল সেন্টারের পক্ষ থেকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এর নিজস্ব অর্থায়নে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী (চাল,ডাল,আলু ও মসলা ) বিতরণ করা হয়। স্বাস্থ্য সেবার পাশাপাশি দেশের এ সংকটতম মুহুর্তে গ্রামের খেটে খাওয়া দিনমজুর মানুষের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করেছেন ডাঃ মোজাম্মেল হক ভূঁইয়া। গ্রীন লাইফ মেডিকেল সেন্টারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন। এ সময় সদর দক্ষিণের পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসমত উল্লা হাসু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক,প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া,ইউপি সদস্য শফিকুর রহমান সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!