নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার সুয়াগাজীতে বন বিভাগের অভিযানে ৭ লাখ টাকার অবৈধ কাঠসহ চারজনকে আটক করা হয়েছে। সোমবার সকালে মহাসড়কের কসমস ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে অবৈধ কাঠগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সামাজিক বন বিভাগ কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম এর নির্দেশে সোমবার সকাল সাতটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী কসমস ফিলিং স্টেশনের সামনে ফরেস্ট রেঞ্জার আবুল কালাম আজাদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১৭৩ টুকরা অর্থাৎ ৩২৫.১৫ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠগুলোর বাজার মূল্য ৭ লাখ টাকা।
এ সময় কাঠ বহনকারী একটি ট্রাক,ট্রাকের চালক,হেলপার এবং কাঠের মালিক সহ মোট চারজনকে আটক করা হয়। আটককৃতদের সোমবার বিকালে কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে সুয়াগাজী স্টেশন বন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান,অবৈধ কাঠ পাচার রোধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।