কুমিল্লায় অক্সিজেনের দাম বেশি নেয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ জহিরুল হক বাবু।।

করোনা সংক্রমনের সময় চাহিদা থাকায় কুমিল্লায় অক্সিজেনের সিলিন্ডারের দাম অতিরিক্ত নেয়ার অভিযোগে ৩ টি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার দুপুরে কুমিল্লা নগরীর শাসনগাছা স্টেশন রোড এলাকায় র‌্যাব ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন জেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ। এসময় ওই এলাকার বোসরা অক্সিজেন এন্ড গ্যাসেস, মেসার্স খন্দকার এন্টারপ্রাইজ ও স্কাই অক্সিজেন এন্ড গ্যাসেস নামের ৩ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বোচ্চ ১০ হাজার টাকা বেশী প্রতি সিলিন্ডারে বেশী নেয়ার অভিযোগ পাওয়া যায় বলে জানায় ভ্রাম্যমান আদালত।

নির্বাহী মজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ জানান, করোনাভঅইরাস সংক্রমে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা বেড়েছে। এছাড়া আসন্ন বাজট ঘোষনার আগেই এই চাহিদা মাথায় রেখে অক্সিজেনের অতিরিক্ত দাম রাখা হচ্ছে বলে আমরা গ্রাহকদের কাছ থেকে অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নাজমুজ্জামান, র‌্যাব সিপিসি-২ এর কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব, অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম উপস্থিত ছিলেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!