মো. জাকির হোসেন।
কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে। রোববার রাতে সদর উপজেলার বরাইপুর এলাকায় অভিযান চালিয়ে আলমগীর নামে ওই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার কর হয়। এর আগে আলমগীরের স্ত্রীকেও মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ।
ছত্রখিল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ শরীফুর রহমান জানান, আলমগীর ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জাড়িত। সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়। এর আগেও তার বিরুদ্ধে আরো ২টি মাদকের মামলা রয়েছে।