দেলোয়ার হোসেন জাকির :
কুমিল্লায় অসচ্ছল ক্রীড়াবিদদের আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় হতে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশন থেকে কুমিল্লার অস্বচ্ছল, আহত ও দুস্থ ক্রীড়াবিদদের মাঝে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
৫ আগস্ট বুধবার সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৫ জন অসচ্ছল ক্রীড়াবিদকে জনপ্রতি ২৪ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর।
জেলা প্রশাসনের আয়োজনে এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সেেহযাগিতায় এ চেক বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুজ্জামান।
চেক বিতরণ কালে জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন একজন ক্রীড়াপ্রেমী মানুষ। বঙ্গবন্ধু তাঁর ব্যক্তিগত জীবনে মুক্তিযোদ্ধা এবং ক্রীড়ামোদিদের তৎকালীন সময়ে অনেক বেশী মূল্যায়ন করেছিলেন। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলার অসচ্ছল ক্রীড়াবিদ বা ক্রীড়াসেবীদের আর্থিক অনুদান করছি।