কুমিল্লায় আগুনে পুড়ে গেছে ২৮ টি দোকান

মো.জাকির হোসেন।।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় রোববার গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে পুড়ে গেছে কমপক্ষে ২৮ টি দোকানের মুল্যবান মালামাল ও কাগজপত্র।

এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবী দোকানীদের। ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্থ দোকানীদের সুত্রে জানা যায়, জেলার আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের ময়নামতি সেনানিবাস সংলগ্ন নিশ্চিন্তপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হাজি মার্কেটে গত রোববার রাত আনুমানিক আড়াইটায় চেজৗধুরী মটরর্স নামের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়।

পরে দ্রুত আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে একে এক পুড়ে গেছে চৌধুরী মটরর্স ,ক্যান্টনমেন্ট বাজাজ , তাহের মটরর্স, নজির মটরর্স , নাহার মটরর্স , ভূইয়া মটরর্স , হোসেন মটরর্স , গ্রামীন মটরর্স , মেহেক মটরর্স, মধুর ক্যান্টিনসহ ২৮ টি দোকান পুড়ে যায়। এতে উল্লেখিত দোকানগুলোতে থাকা বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল, কিস্তিতে মোটরসাইকেল বিক্রির প্রয়োজনীয় কাগজপত্র , মুল্যবান বিভিন্ন যানবাহনের মোটর পার্টস পুড়ে যাওয়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে প্রথমে কুমিল্লা থেকে পরে কুমিল্লা সদর দক্ষিণ ও চান্দিনা থেকে মোট ১০ ইউনিট অগ্নিনির্বাপক গাড়ি এসে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ আয়ত্বে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্থ চৌধুরী মটরর্সের মালিক সোহেল চৌধুরী জানান,তার দোকানে ১০ টি নতুন মোটরসাইকেলসহ,২’শ মোটরসাইকেল বিক্রির কাগজপত্রসহ মুল্যবান পার্টস আগুনে পুড়ে নষ্ট হয়েছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।নাহার মটরর্সের মালিক পলাশ জানান,আগুনে তার দোকানের ৩৪ টি মোটরসাইকেলসহ ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৭০ লাখ টাকা।

একইভাবে মেহের মটরর্সের ২৭ টি মোটরসাইকেলসহ ১’শ ৪০ টি মোটরসাইকেল ভস্মিভূত হয়েছে। দোকান মালিকরা আরো জানান, অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ কোটি টাকা। কুমিল্লা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক জসিম উদ্দিন বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

এ সময় তিনি আরো বলেন,একটানা ৩ ঘন্টার চেষ্টায় সকাল ৬ টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!