মো.জাকির হোসেন :
মুজিব শতবর্ষ উপলক্ষে ইয়াং উয়িম্যান্স খ্রিস্টিয়ান এসোসিয়েশন (ওয়াইডাব্লিউসিএ) সংগঠনের আয়োজনে কুমিল্লায় শুরু হয়েছে উদ্যোক্তা ও সম্প্রীতি মেলা।
বুধবার বেলা ১১টার দিকে নগরীর টাউন হল মাঠে পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আবদুল্লাহ আল-মামুন।
এর আগে জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
ওয়াইডাব্লিউসিএ’র সাধারণ সম্পাদক আইরিন মুক্তা অধিকারীর সভাপতিত্বে টাউন হল মাঠের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার, এইড-কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী ও বাংলাদেশ ওয়াইডাব্লিউসিএ’র কো-অর্ডিনেটর মাইক্রোফাইনান্স জেমস্ প্রদীপ বিশ্বাস প্রমুখ।
মেলায় বিভিন্ন সামগ্রীর ২০টি স্টল স্থান পেয়েছে।