কুমিল্লায় ওয়াসিম-আবু’র নেতৃত্বে যুবদলের আনন্দ র্যালি
- তারিখ : ১১:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / 923
ফরহাদ চৌধুরী।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারি আবু ও দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বে একটি মঙ্গলবার বিশাল আনন্দ র্যালি ও যুব-সমাবেশ করা হয়।
র্যালিতে উপজেলা, ওয়ার্ড, ইউনিয়নের নেতাকর্মীরা খণ্ড খণ্ড র্যালি নিয়ে একত্রিত হয়ে মঙ্গলবার বিকাল ৪টায় কুমিল্লা বোর্ড অফিসের সামনে থেকে পূবালী চত্বর হয়ে কুমিল্লা ধর্ম সাগর পাড়ের বিএনপির অস্থায়ী পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, জেলা বিএনপি নেতা রেজাউল কাইয়ূম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মজুমদার, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বিপ্লব, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি রিয়াজ, ছাত্রনেতা প্রিমু, ছাত্রনেতা নাছির উদ্দিন চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্চাসেবকদলের নেতৃবৃন্দ।