কুমিল্লায় কনফিডেন্স কোচিং সেন্টার সিলগালা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের শ্রীহাস্য বাজারে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউন অমান্য করার দায়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একটি কোচিং সেন্টারকে সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার শ্রীহাস্য বাজার এলাকায় কনফিডেন্স কোচিং সেন্টারটি সিলগালা করেন, কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ সিংহ।

বিষযটি নিশ্চিত করেন, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল। তিনি বলেন, কোচিং সেন্টারটি খোলা রেখে কার্যক্রম পরিচালনা করে আসছিলেন খোরশেদ আলম নামের এক ব্যাক্তি। তাই কোচিং সেন্টারটি সিলগালা করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

কোচিং সেন্টারটি পরিচালনা করেন, শ্রীহাস্য গ্রামের ইউপি সদস্য সিরাজুল ইসলামের ছেলে খোরশেদ আলম ।

সরেজমিন গিয়ে দেখা যায়, ওই ঘরে এখনো বই ও বিদ্যুৎতের পাখা চলমান রয়েছে।

এলাকাবাসী জানান, সরকারের নিষেধ অমান্য করে,গত ২০২০ সালের করোনা ভাইরাসের পর থেকে কোচিং সেন্টারটি চলমান রয়েছে। এখানে রয়েছে একটি নূরানী মাদ্রাসা। তাই কোমলমতী শিশুদেরকে করোনার ঝুঁকিতে রাখছে প্রতিষ্ঠানের মালিক। তিনি ব্যাক্তিগত লাভবান হতে গিয়ে সাধারন মানুষদেরকে বিপদের দিকে ছুড়ে দিচ্ছে।

এ ব্যাপারে প্রতিষ্ঠানের মালিক খোরশেদ আলমের সাথে যোগাযোগ করলে তিনি পরে দেখা করবেন বলে প্রতিবেদককে জানান।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
error: ধন্যবাদ!