শিরোনাম :
কুমিল্লায় কাউন্সিলর কাপ টুর্নামেন্ট; ওয়েলফেয়ার ইউনাইটেড ও রয়েল অব গোমতীর জয়
- তারিখ : ০৯:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / 1670
কুমিল্লায় কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের অষ্টম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। সকাল ৮ টায় প্রথম ম্যাচে অংশ নেয় ওয়েলফেয়ার ইউনাইটেড ও শালবন ওয়ারিয়র্স ও দ্বিতিয় ম্যাচে রয়েল অব গোমতি ও ইলেভেন টাইগার্স।
প্রথম ম্যাচে টচে জিতে ব্যাট করে ওয়েলফেয়ার ইউনাইটেড। নির্ধারিত ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৪৩ বলে সর্বোচ্চ ৬৩ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয় পারভেজ হোসেন ইমন। ১৬৬ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শালবন ওয়ারিয়র্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করে এবি জীবন। ৪৪ রানের বিশাল জয় পায় ওয়েলফেয়ার ইউনাইটেড।