কুমিল্লায় গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লায় প্রাণঘাতী করোনা ভাইরাসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ইতিমধ্যে জেলায় দেড় হাজার ছাড়িয়ে গেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত মারা গেছেন ৪৫ জন।

মঙ্গলাবার ভাইরাসটিতে কুমিল্লা জেলায় নতুন করে ৫৮ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ১ হাজার ৫১২ জন। সবচেয়ে বেশি আক্রান্ত কুমিল্লা নগরীতে।

এদিকে কুমিল্লায় গেল ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে শহরে তিনজন ও দেবিদ্বারে একজনের মৃত্যু হয়েছে। জেলার দেবিদ্বার উপজেলা ১০ নম্বচর দক্ষিণ গুনাইঘরে বল্লুভপুর গ্রামের নরুল ইসলামের মেয়ে সালেহা আক্তার করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের নরুল ইসলামের মেয়ে সালেহা আক্তার বেশ কিছু দিন পূর্বে চট্টগ্রামের ইপিজেডে চাকরি করতো। তিনি করোনা ভাইরাসের উপসর্গ সর্দি ও জ্বর নিয়ে বাড়ি ফিরে আসেন। মঙ্গলবার ক’রোনার উপসর্গ নিয়ে তিনি বাবার বাড়িতে মৃ’ত্যুবরণ করেন।

একই দিন সকালে কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের বজ্রপুর সার্কুলার রোডের বাসিন্দা মো. ইলিয়াস মিয়া করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।

এছাড়া করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন কুমিল্লা সদরের ফরিদা বেগম ও কুমিল্লার পানিপাড়া এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম । মানবিক সংগঠনগুলি এইসব মরদেহের দাফন সম্পন্ন করেন।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!