কুমিল্লায় জনতার হাতে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক

মো.জাকির হোসেন :

কুমিল্লা বুড়িচংয়ের শাহদৌলতপুর গ্রামে বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ অভিযান চালিয়ে আরেক জনকে আটক করেছে। এ ঘটনায় ৬ জনের নামে বুড়িচং থানায় মামলা দায়ের হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামের আবদুর রহমানের ছেলে মোঃ সাব্বির এর সাথে একই এলাকার আবদুস সাত্তারের ছেলে ইয়াসিন আহম্মেদ সোহান এর টাকা-পয়সার লেনদেন নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে সোমবার রাত পৌনে ৯ টায় সোহানসহ ৬ জন যুবক মোটরসাইকেল যোগে এসে সাব্বিরকে রাস্তার উপর ব্যারিকেড দিয়ে মারধর করতে থাকে।

এক পর্যায়ে মোঃ ফাহিম নামে এক যুবক অস্ত্র উচিয়ে ফাঁকা গুলি ছুড়ে। গুলি শব্দে পাশের ঈদগাহে জানাজার নামাজে থাকা লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী দল পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এসময় স্থানীয়া ধাওয়া করে অস্ত্রসহ ফাহিম (২১) নামে এক যুবককে আটক করে। আটককৃত ফাহিম কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মোঃ হুমায়ূন কবিরের ছেলে।

খবর পেয়ে দেবপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার হাতে আটককৃত যুবককে হেফাজতে নেয় এবং অস্ত্রটি জব্দ করে।
ফাহিমের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে রাতেই শাহদৌলতপুর এলাকার আবদুস সাত্তারের ছেলে ইয়াসিন আহম্মেদ সোহান (১৯) কে আটক করে।

এ ঘটনায় সাব্বির হোসেন বাদী হয়ে আটককৃত দুইজনসহ ৬ জনের নামে বুড়িচং থানায় মামলা দায়ের করে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, এ ঘটনায় সাব্বির হোসেন বাদী হয়ে ৬ জনকে আসামী করে একটি মামলা করেছেন, দুজন আটক আছে, বাকীদের আটক করেতে পুলিশ তৎপর রয়েছে।

দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাবেদ উল ইসলাম জানান, মামলার এক নম্বর আসামী ফাহিম আঘাতপ্রাপ্ত হওয়ায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আটককৃত উভয় আসামীকে বিকেলে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!