১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পিস্তল নিয়ে গ্রেফতার হওয়া রাসেল সদর দক্ষিণ উপজেলা যুবদলের কেউ নয়- সায়েম মজুমদার  নাঙ্গলকোটে মহিলাদল আদ্রা উওর ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, পুলিশ হেফাজতে কিশোর কুমিল্লায় চাঁদাবাজবিরোধী অভিযানে হামলা, আহত ৩ পুলিশ সদস্য ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে যৌথ বিবৃতি কুমিল্লায় যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল কুমিল্লা সদর দক্ষিণে পিস্তলসহ যুবদল কর্মী আটক দুর্গাপূজায় ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড বাড়িঘর, মসজিদ-মাদ্রাসা

  • তারিখ : ১১:৫৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • / 585

মেহরাব অপি :

কুমিল্লার চৌদ্দগ্রামে টর্নেডোর আঘাতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ, মাদ্রাসাসহ অসংখ্য ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। এসময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর উপড়ে পড়ে অসংখ্য বাঁশ ও গাছ। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসব বাঁশ ও গাছ মহাসড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে শুক্রবার দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ও সালুকিয়া গ্রামে টর্নেডোর এ তান্ডব চলে। খবর পেয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান একে খোকন এলাকা পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল তিনটা থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল হঠাৎ ধমকা হাওয়া শুরু হয়ে ঘরের চালের ঢেউটিন বাতাসের তোড়ে গাছের ডালে ও দুরে গিয়ে পড়ে, আবার অনেক বিল্ডিং এর ছাঁদের ওপরের ওয়াল ভেঙে পড়ে এবং কিছু অংশ ফেটে যায়। এছাড়া অংশ গাছ ও বাঁশ ভেঙে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরসহ যত্রতত্র পড়ে থাকে।
এসময় বাতাসের তোড়ে শালুকিয়া গ্রামে অবস্থিত ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের উপরের ঢেউটিন উড়ে যায় ও একটি মসজিদ এবং মাদ্রাসা সম্পূর্ণ ভেঙে পড়ে যায়।

খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ ও বাঁশ সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সাব-অফিসার নাজির আহমেদ বলেন, “বিকেল ৩:১৫ টায় টর্নেডোর আঘাতে গাছপালা ভেঙে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেগুলো সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। গাছপালা ভাঙা ছাড়াও মানুষের বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ঘোলপাশা ইউপি চেয়ারম্যান একে খোকন জানান, খবর পেয়ে এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের জন্য প্রাথমিকভাবে ৫ হাজার টাকা দেওয়ার জন্য এবং ক্ষতিগ্রস্থদের একটি তালিকা তৈরি করে জমা দেওয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড বাড়িঘর, মসজিদ-মাদ্রাসা

তারিখ : ১১:৫৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২

মেহরাব অপি :

কুমিল্লার চৌদ্দগ্রামে টর্নেডোর আঘাতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ, মাদ্রাসাসহ অসংখ্য ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। এসময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর উপড়ে পড়ে অসংখ্য বাঁশ ও গাছ। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসব বাঁশ ও গাছ মহাসড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে শুক্রবার দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ও সালুকিয়া গ্রামে টর্নেডোর এ তান্ডব চলে। খবর পেয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান একে খোকন এলাকা পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল তিনটা থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল হঠাৎ ধমকা হাওয়া শুরু হয়ে ঘরের চালের ঢেউটিন বাতাসের তোড়ে গাছের ডালে ও দুরে গিয়ে পড়ে, আবার অনেক বিল্ডিং এর ছাঁদের ওপরের ওয়াল ভেঙে পড়ে এবং কিছু অংশ ফেটে যায়। এছাড়া অংশ গাছ ও বাঁশ ভেঙে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরসহ যত্রতত্র পড়ে থাকে।
এসময় বাতাসের তোড়ে শালুকিয়া গ্রামে অবস্থিত ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের উপরের ঢেউটিন উড়ে যায় ও একটি মসজিদ এবং মাদ্রাসা সম্পূর্ণ ভেঙে পড়ে যায়।

খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ ও বাঁশ সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সাব-অফিসার নাজির আহমেদ বলেন, “বিকেল ৩:১৫ টায় টর্নেডোর আঘাতে গাছপালা ভেঙে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেগুলো সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। গাছপালা ভাঙা ছাড়াও মানুষের বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ঘোলপাশা ইউপি চেয়ারম্যান একে খোকন জানান, খবর পেয়ে এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের জন্য প্রাথমিকভাবে ৫ হাজার টাকা দেওয়ার জন্য এবং ক্ষতিগ্রস্থদের একটি তালিকা তৈরি করে জমা দেওয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।