কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় চারজন নিহতের ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মো. ইমরানকে প্রধান করে এই কমিটি করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে লাকসাম-নোয়াখালী রেললাইনের খিলার তুঘুরিয়া এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশা যাত্রীসহ পার হওয়ার সময় ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। এ ঘটনায় আহত হন আরও দুইজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লাকসামের একটি হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলার গ্রামের মৃত সিদ্দকুর রহমানের ছেলে মাকছুদুর রহমান (৬০), একই এলাকার আবু তাহের হাবিবুর রহমান (২১), তোফাজ্জল হোসেনের ছেলে অটোরিকশারচালক শহিদুল ইসলাম (৪০) এবং উপজেলার ভরণীখন্ড গ্রামের আফজালুর রহমানের স্ত্রী মইফুল বেগম (৪২)।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!