কুমিল্লায় নগরীতে উচ্ছেদের তিন ঘণ্টা পর আবার ফুটপাত দখল

বিশেষ প্রতিনিধি :

কুমিল্লা নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদের তিন ঘণ্টা পর আবার ফুটপাত ও ড্রেন দখল করেছেন ব্যবসায়ী রা। বুধবার নগরীর রাজগঞ্জ মোড় থেকে লিবার্টি মোড় পর্যন্ত ১১টা থেকে ১টা পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কুমিল্লা সিটি কর্পোরেশন। উচ্ছেদের তিন ঘণ্টা পর ফুটপাত ও ড্রেন দখল করতে দেখা গেছে ব্যাবসায়ীদের।
লিবার্টি মোড়ের ড্রেন আবার দখল করেছেন ব্যবসায়ীরা। ছবিটি বুধবার বিকাল চারটার তোলা।

সূত্রমতে, নগরীতে যানজট কমিয়ে আনতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে সিটি করপোরেশন। যার প্রস্তাবনায় রয়েছে, কান্দিরপাড় কেন্দ্র আশপাশের সব প্রধান সড়ক ও সড়কের দুই পাশে ফুটপাথের সব অবৈধ দোকান, যানবাহন, স্থাপনা ও অন্যান্য সামগ্রী উচ্ছেদ করতে হবে। সব শপিং কমপ্লেক্স ও মার্কেটের নিচতলায় পার্কিং থাকতে হবে। অন্যথায় কমপ্লেক্স ও মার্কেটের নিচতলার সব মালামাল জব্দ করে পার্কিংয়ের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার বেলা সাড়ে তিনটায় রাজগঞ্জ ফজলুল হক সড়কের ড্রেনে আবারও ফল ব্যাবসায়ীদের বসতে দেখা গেছে। মনোহরপুরের কিছু কাপড়ের দোকান তাদের মালামাল রাখতে দেখা গেছে। লিবার্ট মোড়ের প্রায় সকল কাপড় দোকান ও চায়ের দোকান তিন ঘণ্টা পরই পূর্বের মতো ড্রেন দখল করেতে দেখা দেছে। লিবার্টি সিনেমা হলের পশ্চিম পাশে কাপড় দোকান নিয়ে বসেছেন সুমন। তিনি বলেন, আমরা এ ব্যবসা না করলে কর্মহীন হয়ে যাবো। তাই পরিবার বাঁচাতে বিকল্প কোন পথ নেই।

অবৈধ স্থাপনা উচ্ছেদ কমিটির আহ্বায়ক, সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া। এ অভিযান দিনের পর দিন, মাসের পর মাস চলমান থাকবে। যারা দখল করেছে, তাদের আবার উচ্ছেদ করা হবে। জনস্বার্থ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!