কুমিল্লায় নির্বাচনে দায়িত্ব পালন করতে যাওয়া আইনশৃঙ্খলার বাহিনীর ৪০ সদস্য খাবার খেয়ে অসুস্থ

মো. জাকির হোসেন :

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী দায়িত্ব পালন করতে আসা আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৪০জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে দায়িত্ব পালনে যাওয়া পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুধবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে ইত্যাদি রেস্টুরেন্টে খাবার খেয়ে তারা নিজ নিজ কেন্দ্রে রওনা হন। বিকাল থেকেই ওইসব পুলিশ ও আনসার সদস্যদের পেট ব্যাথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হতে থাকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তবরত চিকিৎসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলা নির্বাচনে আসা আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় এক শ সদস্য উপজেলা সদরের ইত্যাদি রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের অবস্থা খারাপ দেখে তাদের অনেককেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এদের মধ্যে বুধবার রাতে অনেককেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এদের অনেকের অবস্থার অবনতি হওয়াদের এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপার সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবীদ্বার সার্কেল আমিরুল্লাহ জানান, রেস্টুরেন্টের খাবার খেয়ে পুলিশ, আনসার, বিজিবি সদস্যসহ শতাধিক সদস্য ফুড পয়জিনিং হয়ে অসুস্থ হয়ে পড়ে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন বলেন, ফুড পয়জিং এর কারণে এ সমস্যা হয়েছে। আমরা সাধ্যমতো সেবা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করছি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!