কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, চালক- হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লায় চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে চালক- হেলপার নিহত হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি । সোমবার ( ২৮ জুন) ভোর সাড়ে ৫ টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বাগুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে ।

এ সময় ৫জন যাত্রী আহত হয়েছে । এদের মধ্যে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত চালক আবুল মতিন (৬০) নোয়াখালীর সোনামুড়ি উপজেলার নজরপুর গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে। হেলপার মো. রাফি (২২) তাৎক্ষনিক ভাবে বাকীদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সালেহ আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিডিএম পরিবহনের একটি বাস চান্দিনা বাগুর পালকি সিনেমা হলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় । এসময় ঘটনাস্থলে দুইজন নিহত হয় ।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এএসআই আলী জানান, খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বাসের সংশ্লিষ্টরা জানান নিহত দুইজন বাসের চালক ও হেলপার । তবে তাদের পরিচয় পাওয়া যায়নি ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
error: ধন্যবাদ!