কুমিল্লায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ: ১ জনের অবস্থা আশংকাজনক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের কালিবাজারে নৌকা প্রতিক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ৫/৬ জন আহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক । তার মাথার মগজ বের হয়ে গেছে। তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।

বুধবার (৮ ডিসেম্বর) রাত সোয়া ৮ টার দিকে ইউনিয়নের মনশাসন গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ইউনিয়নের ধনুয়াখোলা গ্রামের মো. সেলিম (৫০)ও হাতিগারা গ্রামের মেহেদী হাসান (২৭)। গুরুতর আহত সেলিম নৌকা প্রতীক প্রার্থী নরুল ইসলামের ফুফাত ভাই বলে জানা গেছে।

নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকরা জানান, এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আমাদের উপর হামলা করে এলোপাথারি কুপিয়েছে।

অপর দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা জানান, নৌকার সমর্থকেরা আমাদের উপর হামলা করেছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার জানান, একজন আহত হয়েছে শুনেছি।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!