কুমিল্লায় পাবজি গেম খেলতে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় পাবজি গেম খেলতে মোবাইল না পাওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে শুভ মজুমদার (১২) নামে এক স্কুলছাত্র।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে মহানগরীর ঠাকুরপাড়া মদিনা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শুভ ঠাকুরপাড়ার চমক টেইলার্সের মালিক মলয় মজুমদারের ছেলে। সে কুমিল্লা মডার্ন হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, মায়ের মোবাইলে পাবজি গেম খেলতো শুভ। পড়ালেখার সময় নষ্ট হওয়ায় তার মা মোবাইল দিতে চাইতেন না। শনিবার দুপুরে মায়ের কাছে মোবাইল চায় সে। কিন্তু মা মোবাইল না দেওয়ায় ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি শুরু করে।

এক পর্যায়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে স্বজনরা জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল আজিম বলেন, খবর পেয়ে কিশোরের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!