কুমিল্লায় পুকুর থেকে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

মো.জাকির হোসেন :
কুমিল্লার বুড়িচং উপজেলার মনিপুর গ্রামের একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ জানুয়ারী) দুপুরে পুকুরে গোসল করার সময় শিশুরা এটা দেখে। পরে স্থানীয়রা বুড়িচং থানার দেবপুর ফাঁড়িতে খবর দিলে বিকেলে পুলিশ এসে সেখানে অবস্থান নিয়ে সেনাবাহিনীকে অবহিত করে সহযোগীতা চায়।
দেবপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাজ্জাদ হোসেন জানান, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কামাল গাজী বাড়ির সামাদ মিয়ার মালিকানাধীন একটি পুকুরে রোববার দুপুরে শিশুরা গোসল করার সময় লোহা জাতীয় বস্তুটি দেখে। এসময় স্থানীয় গ্রামবাসী এসে শেল জাতীয় বস্তু নিশ্চিত হয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়িতে খবর দেয়।
পরে এসআই নন্দন চন্দ্র সরকার ও এএসআই জহিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে বিকেল ৪ টায় এসে সেখানে অবস্থান নেয়। এসআই নন্দন চন্দ্র সরকার জানান, এটা একটি অবিস্ফোরিত মর্টার শেল। মুক্তিযুদ্ধের সময় এটার ব্যবহার হতে পারে।
তিনি আরো বলেন, ময়নামতি সেনানিবাসের বিস্ফোরক ইউনিটে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!