০৪:০০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সদর দক্ষিণের ব্যবসায়ী দুলালকেখুন্তি দিয়ে কুপিয়ে হত্যা ভাড়াটিয়া সুমি কুমিল্লার বেলতলীতে পিকআপ চাপায় পথচারী নিহত বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কুমিল্লা সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই- ওসি মোহাম্মদ সেলিম কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন এর সদর দক্ষিন উপজেলার কমিটি গঠন নতুন পুরাতন বুঝি না,ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডা. শফিকুর রহমান ছয় দফা দাবিতে কুমিল্লা সদর দক্ষিণে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ গ্রেফতার

কুমিল্লায় বিরিয়ানি বিতরণ নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক খুন

  • তারিখ : ০২:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • / 412

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় শবে বরাতের রাতে মসজিদে বিরিয়ানি বিতরণকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে মাসুক মিয়া (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার (২০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুক মাঝিগাছা গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ মার্চ) শবে বরাতের রাতে স্থানীয় মসজিদে বিরিয়ানি বিতরণকে কেন্দ্র করে মাসুক মিয়ার সঙ্গে প্রতিবেশী নাসিরের কথা কাটাকাটি হয়। এনিয়ে রোববার সন্ধ্যা ৭টার দিকে ফের কথা কাটাকাটি ও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা।

এ সময় নাসির ও তার সহযোগী মামুনসহ আরও ৫-৬ জন যুবক মাসুককে মারধর শুরু করে। একপর্যায়ে তারা মাসুককে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাসুককে মৃত ঘোষণা করেন।

এদিকে, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা অভিযুক্ত নাসির ও তার সহযোগীদের গণপিটুনি দিয়েছেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় বিরিয়ানি বিতরণ নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক খুন

তারিখ : ০২:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় শবে বরাতের রাতে মসজিদে বিরিয়ানি বিতরণকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে মাসুক মিয়া (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার (২০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুক মাঝিগাছা গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ মার্চ) শবে বরাতের রাতে স্থানীয় মসজিদে বিরিয়ানি বিতরণকে কেন্দ্র করে মাসুক মিয়ার সঙ্গে প্রতিবেশী নাসিরের কথা কাটাকাটি হয়। এনিয়ে রোববার সন্ধ্যা ৭টার দিকে ফের কথা কাটাকাটি ও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা।

এ সময় নাসির ও তার সহযোগী মামুনসহ আরও ৫-৬ জন যুবক মাসুককে মারধর শুরু করে। একপর্যায়ে তারা মাসুককে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাসুককে মৃত ঘোষণা করেন।

এদিকে, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা অভিযুক্ত নাসির ও তার সহযোগীদের গণপিটুনি দিয়েছেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।