নিজস্ব প্রতিবেদক।।
করোনা ভাইরাসের সংক্রমন রোধে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানো সহ মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের সহায়তায় কুমিল্লায় ভ্রাম্যমান মাছ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
প্রান্তিক চাষীদের উৎপাদিত তাজা ও নিরাপদ মাছ ভোক্তা পর্যায়ে সামাজিক দুরত্ব বজায় রাখার লক্ষ্যে ৩ মে রবিবার কুমিল্লা জেলা মৎস্য অফিসার শরীফ উদ্দীনের উদ্যোগে জাঙ্গালিয়াস্থ জেলা অফিসের ফটকে ভ্রাম্যমান মাছ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক এস. এম মহিব উল্লাহ।
এ সময় আদর্শ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, লাকসাম উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা কামাল,লালমাই উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, সদর দক্ষিণ উপজেলার কাজী সাইফুল ইসলাম এফ. এ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের ‘চির সবুজ সিবিজি মৎস্য চাষী সমিতির সদস্যদের পরিচালনায় ভ্রাম্যমান মাছ বিক্রয় কেন্দ্রে কার্প জাতীয় বিভিন্ন প্রজাতির জীবিত তাজা ও নিরাপদ মাছ বাজারজাত করা হয়। ভ্রাম্যমান মাছ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করার পর ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া মিলেছে।