ড্রেজার দিয়ে পুকুর পাড়ে বাঁধ দেয়ার সময় মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের পশ্চিম পোমকড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম শফিকুর রহমান (৩৩)। তার বাবার নাম মোখলেছুর রহমান। ঘটনাস্থলের পাশেই তার বাড়ি।
প্রত্যক্ষদর্শী এনামুল হক সবুজ জানান, সকাল থেকে ড্রেজার দিয়ে পুকুরের পাড় ভরাট করার কাজ চলছিলো।
এ সময় হঠাৎ করে পুকুরপাড়টি গাছসহ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই মাটি চাপা পড়ে শফিক নিহত হন। পরে স্থানীয়রা মাটি সরিয়ে শফিকের মরদেহ উদ্ধার করে।
নিহত শফিকের বাবা মোখলেস কান্নারত কণ্ঠে বলেন, ‘আমার পোলাডা বছর তিনেক আগে বিয়া করছে। ছয়মাস আগে একটা নাতি হইছে। অহন আমার নাতিডার কি অইবো’।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে।