কুমিল্লায় মিয়ামী বেকারির ফ্যাক্টরিতে আগুন; ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক :

কুমিল্লা আদর্শ সদর উপজেলার মিয়ামী প্যাকেজিং ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ১০ আগস্ট (মঙ্গবার) সকাল সাড়ে ৭ টায় সদরের বড় আলমপুর এলাকার এই ফ্যাক্টরিতে আগুন লাগে। খবব পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট দুই ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লার সিনিয়র স্টেশন অফিসার আলী আজম বলেন, খবর পেয়ে ৭ টা ৪০ মিনিটের ঘটনাস্থলে এসে ৩ টি ইউনিট দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি।

কিন্তু ফ্যাক্টরিতে পলি প্যাকেজিং থাকায় আগুন নিয়ন্ত্রণে সম্ভব না হওয়ায় আরও দুইটি ইউনিটকে খবর দেয়া হয়। পরবর্তীতে সকাল সাড়ে ৯ টায় ৫ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, মিয়ামী বেকারির পরিত্যাক্ত মালামালের গোডাউনের অংশ থেকে আগুনের সূত্রপাত। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনেরর লাগতে পারে। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছে না।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
error: ধন্যবাদ!