সদর দক্ষিণ প্রতিনিধি :
কুমিল্লা মহানগরীর কচুয়া চৌমুহনীস্থ বিভাগীয় মৎস্য ভবনে শনিবার বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের ৫ তলা বিশিষ্ট্য আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মোঃ লিয়াকত আলী,চট্রগ্রাম বিভাগীয় উপ-পরিচালক এস.এম মুহিব উল্লাহ,প্রকল্প পরিচালক আব্দুস সাত্তার,জেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন, বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মোঃ ওমর ফারুক সহ জেলা ও বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তাবৃন্দ। এ সময় মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,সদস্য মোঃ খোরশেদ আলম,আলহাজ¦ আব্দুল মালেক ভূইয়া,২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল কাদের মজুমদার বুলু,মহানগর যুবলীগ সদস্য দুলাল হোসেন অপু,২২নং ওয়ার্ড যুবলীগ আহবায়ক শিমুল ঘোষ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।