দেলোয়ার হোসেন জাকির :
কুমিল্লায় সংবাদপত্রের হকারদের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।
করোনাভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া সংবাদপত্রের হকারদের খোঁজ নিয়ে সঠিক তালিকা তৈরি করে তাদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা শাহীদ দীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম প্রাঙ্গনে কর্মহীন ৮৬ সংবাদপত্রের হকার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে দেশে বন্ধ রয়েছে সংবাদপত্রের প্রকাশনা। অল্প কয়েকটি পত্রিকা বিশেষ ব্যবস্থায় প্রকাশনা নিয়মিত থাকলেও তা জেলা গুলোতে যাচ্ছে না, বন্ধ রয়েছে সআথানীয় পত্রিকাগুলো, এমন পরিস্থিতিতে একেবারে বেকার হয়ে মানবেতর জীবন-যাপন করছে পত্রিকা বিক্রি করে জীবন চালানো হকাররা।
এরকম দুর্যোগের সময়ে খাদ্য উপহার পেয়ে খুশি হয়েছেন সংবাদপত্রের হকাররা।
কৃতজ্ঞতা প্রকাশ করে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহরের প্রতি। খাদ্য উপহার পাওয়া সংবাদপত্রের হকার আনোয়ার হোসেন ও আবু সাইদ চৌধুরী জানান, পত্রিকা বন্ধ হয়ে যাওয়ায় অনেক কষ্টে আছি। আমাদের খোঁজ নিয়ে খাদ্য সহায়তা করেছেন কুমিল্লা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।
মঙ্গলবার দুপুরে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের পক্ষে সংবাদপত্রের হকারদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস তাকে সহযোগিতা করেনে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদসবৃন্দ।