কুমিল্লায় সাংবাদিকের উপর হামলাকারিদের গ্রেফতারের দাবিতে পুলিশ সুপারের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক ।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা উপ-নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্বাচনি সহিংসতায় আহত সাংবাদিকের উপর হামলাকারিদের গ্রেফতারের দাবিতে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সাথে মতবিনিময় করেছে কুমিল্লার সাংবাদিক নেতা ও জৈষ্ট সাংবাদিক বৃন্দ।
সোমবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপারের সাথে মতবিনিময়ে গত ১০ ডিসেম্বর কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা উপ-নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার বিষয় তুলে ধরে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়।
মতবিনিময়ের শুরুতে নির্বাচনি সহিংসতায় আহত সাংবাদিকদের হামলাকারি ও মামলার বিষয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের কাছে বিস্তারিত তুলে ধরেন কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক মাসুক আলতাফ চৌধুরী। কুমিল্লার সাংবাদিক নেতা ও জৈষ্ট সাংবাদিক বৃন্দের কথা কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম মন দিয়ে শুনেন এবং এ ঘটনার সাথে জড়িতদের বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রেসক্লাবের সদস্য জৈষ্ট সাংবাদিক দৈনিক শিরোনাম সম্পাদক নিতীশ সাহা, বাংলার আলোড়র সম্পাদক রফিকুল ইসলাম, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভপিতি ওমর ফারুকী তাপস, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা শাখার সভাপতি ইয়াসমিন রীমা, কুমিল্লা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি খায়রুল আহাসান মানিক, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন কুমিল্লার সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন রনি, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক গাজিউল হক সোহাগ, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম ফিরুজ মিয়া, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, এসএ টিভি কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, যুগান্তর কুমিল্লা ব্যুরো প্রধান আবুল খায়ের, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ সভাপতি বাহার রায়হান সিনিয়র ফটো সাংবাদিক এন কে রিপন।

উল্ল্যেখ্য- গত ১০ ডিসেম্বর কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা উপ-নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এতে সাংবাদিক আশিকুর রহমান আশিক, জহিরুল হক বাবু সহ ৬ সাংবাদিক আহত হয়। হামলাকারীরা ক্যামেরা, ল্যাপটপ, মেবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তাঁদের বহনকারী একটি গাড়ী ভাংচুর করে। আহত ৩ সাংবাদিক বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আছে। এ ঘটনায় সাংবাদিক আশিকুর রহমান আশিক বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় ২৮ জন নামীয় ও অজ্ঞাত আরো ২৫/৩০ জনকে আসামী করে মামলা দায়ের করে। এপর্যন্ত এক আসামীকে গ্রেফতার করে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!