মো. জাকির হোসেন।।
কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে ১শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ জানায়, ছাত্রখিল পুলিশ ফাঁড়ীর এস আই শরিফুর রহমান, এএসআই আরমান সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয় কালে ইকবাল হোসেন খন্দকার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ সময় আটককৃত মাদক ব্যবসায়ীর দেহে তল্লাসী চালিয়ে ১শত পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সে বিষ্ণুপুর গ্রামের মৃত আবদুল ওহাবের ছেলে। পুলিশ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক কুমিল্লা আদালতে প্রেরণ করেছে।