স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় ৯৭-৯৯ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা শহরের স্কুল ও কলেজ হতে ১৯৯৭ সনে এসএসসি ও ১৯৯৯ সানে এইচএসসি ব্যাচের উত্তীর্ণ ছাত্ররা এ গেট টুগেদারের আয়োজন করে।
শুক্রবার কুমিল্লা ধর্মসাগর পাড়ে ৯৭-৯৯ ব্যাচের মিলনমেলায় প্রায় দুই শতাধীক বন্ধু অংশ নেয়।
সকাল থেকে বিকেল পর্যন্ত আড্ডা,হই হুল্লাুড় নাচে-গানে মেতে থাকে সকল সহপাঠিরা। শৈশবের স্মৃতি বিনিময়েই কেটে যায় দিনিটি। সেই দুই যুগ পূর্বে স্কুল ও কলেজের পাঠ চুকিয়ে যে যার মতো ব্যাস্ত হয়ে পড়েছিল কর্ম জীবন ও পারিবারিক জীবন নিয়ে।
বহুদিন পর আবারো একসাথে হতে পেরে সকলেই উচ্ছাসিত আনন্দিত। এখন নিয়োমিত সকলে একসাথে হওয়ার কথা জানান সকল বন্ধুরা।