কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুড়িচংয়ে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

কুমিল্লা বুড়িচং উপজেলায় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুড়িচং হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (১০ নভেম্বর) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার, সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাবাডি প্রতিযোগিতার সমাপনীতে পুরস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল মান্নান, হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু তাহের, বুড়িচং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: মুসা। বুড়িচং উপজেলার ৬টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণকরে।

কাবাডি প্রতিযোগিতায় হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ১৫ পয়েন্টের ব্যবধানে পূর্বহুড়া উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

প্রধান অতিথি বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন বলেন,”কাবাডি বাংলাদেশের জাতীয় এবং গ্রাম বাংলার জনপ্রিয় খেলা। গ্রাম বাংলার ঐতিহ্য ধরেরাখতে এ কাবাডি প্রতিযোগিতা আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়া খেলাধুলার মাধ্যমে মাদকসহ বিভিন্ন অপরাধ মূলক কাজ থেকে শিক্ষার্থীদের দূরে রাখাযায়।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
error: ধন্যবাদ!