কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত কমিটি সদস্যরা এমপি বাহারের সাথে সৌজন্য সাক্ষাত

দেলোয়ার হোসেন জাকির :

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০২০-২৪ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দি¦তায় সাধারণ সম্পাদক সহ ২৬জন নির্বাচিত হয়েছে। ২০২০-২৪ সালের ৪ বছর মেয়াদী কার্যকরী কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল আহসান ফারুক রোমেন। শনিবার বেলা ২৬ সেপ্টেম্বর বেলা তিনটায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার হল রুমে ২০২০-২৪ সালের কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন।

শনিবার কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটির সদস্যরা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় ২০২০-২৪ সালের নব নির্বাচিত কমিটির সদস্যরা এম পি বাহার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক। সহ-সভাপতি পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রয়েছেন।
নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি ৪ জন, এয়ার আহমেদ সেলিম, এড. দিলীপ কুমার পাল, এড. রুস্তম আলী, আরফানুল হক রিফাত, সাধারণ সম্পাদক হলেন নাজমুল আহসান ফারুক রোমেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক হলেন খায়রুল আলম সোহাগ, যুগ্ম-সম্পাদক হলেন মো: শফিরুল ইসলাম বাদল, কোষাধ্যক্ষ হলেন আল আমিন ভূইয়া।

নতুন কমিটির সদস্যরা হলেন এড. জহিরুল ইসলাম সেলিম, মো: মাহবুবুল আলম চপল, এম এ মতিন খাঁন, মো: আবদুল কুদ্দুছ (১), মো: আবদুল কুদ্দুস (২), মো: মনজুর কাদের মনি, অভিজিৎ রায় চৌধুরী পার্থ, মো: মজিবুর রহমান, এড. আতিকুর রহমান আব্বাসী, কাজী মো: উমাম, মাহবুব আলী জাকি, মোজাহের উদ্দিন সেন্টু, সরকার মাহমুদ জাবেদ, নাঈম ইউসুফ, মো: তাবারক উল্ল্যাহ কায়েস, মো: মামুনুর রশিদ মামুন, এড. রাশেদা রহমান, আরিফা হোসেন নিনা।

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০২০-২৪ সালের নির্বাচনের জন্য ১ সেপ্টেম্বর ২০২০ তারিখে তফসিল ঘোষনা করা হয়। নির্বাচনের তপসিল ঘোষনা করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ২০২০-২৪ এর নির্বাচন কমিশনার কুমিল্লা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শুভাশিস ঘোষ। ৭ সেপ্টেম্বর খড়সা ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৫ সেপ্টেম্বর নমিনেশন ফরম সংগ্রহ করেন প্রার্থীরা। ১৬ সেপ্টেম্বর নমিনেশন ফরম জমা দেন।

নির্বাচিত ২৬ জন মনোনয়ন সংগ্রহকারী প্রার্থীর বিপরীতে অন্য কোন প্রার্থী না থাকায় ২৬ সেপ্টেম্বর ২০২০ বিকাল ৩টায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকল কে বিজয়ী ঘোষনা করেন নির্বাচন কমিশনার শুভাশিস ঘোষ।

     আরো পড়ুন....

পুরাতন খবরঃ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
error: ধন্যবাদ!